রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর নাম মনেরাখার একটি টিপস শেয়ার করব। যার মাধ্যমে আপনি সারাজীবন রবীন্দ্রনাথের উপন্যাসের নাম ভুলবেননা। চলুন দেখে নিই:
করুনা করে আমাকে বৌ ঠাকুরানীর হাটে পৌছে দিও। সেখানে হয়তো আমি রাজর্ষীর দেখা পাব। গত মাসে তাঁর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নৌকা ডুবির ফলে এখন তার সাথে আমার সমস্ত যোগাযোগ বিছিন্ন। আমি এখন তার চোখের বালি। আমার ছোট দুই বোন ও ভাই গোরাকে ঘরে বাইরে অনেক খুঁজেছি। কিন্তু কোথাও পাইনি। অবশেষে জীবনের চার অধ্যায় পেরিয়ে চতুরঙ্গের কষাঘাতে জর্জরিত হয়ে মালঞ্চে বসে লিখছি শেষের কবিতা।
এখন এই গল্পটি কয়েকবার পড়লেই সারাজীবন মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাসের নাম। কারণ গল্পের মধ্যেই সকল উপন্যাসের নাম রয়েছে।
ভালো লাগলে আপভোট দিয়ে উৎসাহিত করুন।