menu search
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | প্রশ্ন এবং উত্তর প্রদান করে আমাদের সাইট থেকে আয় করতে পারবেন | তাই দেরি না করে এখনই একাউন্ট করেন |

প্রশ্ন করার নিয়ম ও নীতিমালা

প্রশ্ন করার নিয়ম ও নীতিমালা

সবজানো.কম অনলাইন ভিক্তিক একটি উন্মোক্ত প্লাটফরম। যেখানে আপনি অজানাকে জানার জন্য প্রশ্ন করতে পারেন। এটি একটি কম্যিউনিটি ব্যবস্থা যেখানে অভিজ্ঞ ব্যক্তিগন তাদের লব্দ জ্ঞান দ্বারা আপনার প্রশ্নের উত্তর বিশদভাবে দিতে পারেন যাহাতে আপনি সেই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারেন এমনকি কিছু ধারণা নিয়া নিজেই চিন্তা ভাবনা বিবেক বিবেচনা বা গবেষণা দ্বারা কল্যাণকর জ্ঞান অর্জন করতে পারেন। মানুষ মাত্রই নতুন বিষয়ে আগ্রহী। অজানাকে জানার আকাঙ্খা, আবিষ্কারের নেশায় সর্বোদা চিন্তা ভাবনা করে চলে । জীবনকে আরও সহজ ও নিজেকে জ্ঞানী করে তোলার জন্যই সর্বদা মানুষ প্রয়াস করে চলেছে। এই প্রয়াস কখনো কখনো শুধু নিজের দ্বারা সম্ভব হয়ে ওঠেনা এই ছোট্ট জীবনে। তাই অপরের সাহায্য সহযোগীতা নিয়া সে আরও বেশি কিছু অর্জন করতে চাই। আর তাই নিজের অর্জিত জ্ঞান দ্বারা অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই প্লাটফরম একটি ছোট্ট প্রয়াস।

যেভাবে প্রশ্ন করবেন এবং যে ধরণের প্রশ্ন করবেন

১। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। ইংলিশ সাবজেক্ট এর প্রশ্ন ইংলিশে করা যাবে। বিশেষ সদস্যগণ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

২। যে প্রশ্নের উত্তর সম্পর্কে আপনি ভাল জানেন, সেই প্রশ্ন করা যাবেনা। আপনার অজানা বিষয়েই কেবল জানার জন্য প্রশ্ন করতে পারবেন।(না জানার ভাব করে, জানা উত্তরের প্রশ্নও গ্রহনযোগ্য হবেনা)। আইকিউ ও ধা ধা ধরনের প্রশ্ন শুধু মাত্র মজা নিতে করা যাবেনা। যেকোন ছেলেমানুষী কমেডি ধরনের যেনতেন আইকিউ গ্রহন করা হবেনা । এক কথায় উত্তরযুক্ত প্রশ্নকে অনুৎসাহিত করা হচ্ছে। কিন্তু সাধারনজ্ঞান ভিক্তিক প্রশ্ন করা যাবে। তবে প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগে বই এবং পরীক্ষার জন্য যেকোন প্রশ্ন করা যেতে পারে যেমনঃ মাইটোকন্ড্রিয়া কি? বিশেষ উল্লেখ্য যে mcq প্রশ্ন করা যাবেনা। mcq জিজ্ঞাসা গুলো বিশেষজ্ঞগণকে মেসেজ করে জিজ্ঞাসা করুন, এবং নিত্য সমস্যা বিভাগে সমস্যাবলি নিয়া যেকোন প্রশ্ন করা যেতে পারে। যেমনঃ মোবাইলে নেটওয়ার্ক ঠিক মত থাকেনা। কি করতে পারি।

৩। আপনার প্রশ্নটি এমন হবে যেন প্রশ্ন পড়েই মনে হবে আপনি বিস্তারিত অনেক কিছু জানতে চেয়েছেন। যেমনঃ বাংলাদেশের রাজধানী ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে? এ সংক্রান্ত ইতিহাস জানতে চাই? তবে একসাথে ভিন্ন ভিন্ন বিষয়ে দুটি প্রশ্ন করা যাবেনা। একই বিষয় হলে করা যাবে যদি উত্তর একটি আর্টিকেলেই থাকে।

৪। "কিভাবে অন্যের ক্ষতি করা যায়" এই ধরনের প্রশ্ন নিজের জন্য বুঝিয়ে প্রশ্ন করা যাবেনা। "এ ধরনের প্রশ্ন ইন্টারনেটে সব জায়গায় পাওয়া যায়" অথবা "আজকাল এসব আর গোপন নয়, সবাই জানে" এই ধরণের ভাবনা থেকে কোন প্রশ্নকে সাপোর্ট দিয়া সেই প্রশ্ন করা যাবেনা। আপনাকে স্পষ্ট বুঝতে হবে যে, "কে কি করেছে তাতে আমার কি? আমি কি করছি সেটাই বড় বিষয়" ।

৫। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, কারও ব্যক্তিগত বিষয়ের উপর পড়ে এমন ধরনের প্রশ্ন করা যাবেনা।

৬। দেশাত্বোবোধে আঘাত করে, আইনের পরিপন্থি, অন্যের অধিকারের উপর প্রশ্ন পড়ে এমন কোন প্রকার প্রশ্ন করা যাবেনা।

৭। বিশেষ সদস্যগণ বা কতৃপক্ষ সেন্সর করে আপনার যেকোন প্রশ্ন মুছে ফেলতে পারেন অথবা সম্পাদনা করে যথাযথভাবে উপস্থাপনা করে প্রকাশ করতে পারেন।

৮। অনৈতিক প্রশ্ন করা যাবেনা। এছাড়া বিশেষ কিছু প্রশ্ন করা যাবেনা(সময়ের সাপেক্ষে বিবেচ্য যা ঠিক মনে হবেনা সেই ধরনের প্রশ্ন) । এই বিশেষ প্রশ্ন গুলো বিশেষ সদস্যগন মুছে দেবেন।


উত্তর প্রদান করার নিয়ম ও নীতিমালা

প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগে একটি প্রশ্নে ৩ টির বেশি উত্তর প্রদর্শিত করা হবেনা। সকল প্রাপ্ত উত্তরগুলো থেকে উৎকৃষ্ট ৩টি উত্তর প্রদর্শিত রাখা হবে এবং প্রশ্নকারীর উত্তর গ্রহনে সুবিধার্থে অবশ্যই সর্বোত্তম টি নির্বাচন করতে হবে আর এটি করবেন বিশেষজ্ঞগন। সাধারণ সদস্যগণ মন্তব্য ও ভোট প্রদান করে সাহায্য করতে পারবেন। । তবে অন্য বিভাগ গুলোতে তথ্যবহুল ও সুন্দর হলে ১০টি পর্যন্ত উত্তর গ্রহন করা হতে পারে। তবে এই নীতি দ্বারা, এ কথা বোঝায় না যে, যতক্ষন ১০টি উত্তর আসেনি ততক্ষন যেনতেনভাবে নিম্নমানের উত্তর দেয়া যাবে বা গ্রহন করা হবে। এখানে দুটি বিশেষ বিকল্প ব্যবস্থা থাকবে।

১। বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ রাখা হতে পারে, যাহারা দেখবেন সঠিক তথ্য ও নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স দিয়ে পূর্ন উত্তর প্রদান করা হয়েছে কিনা। অপূর্ণ ও যথাযথ না হলে লুকায়িত বা বাতিল করা হবে।

২। যে কেউ উত্তর প্রদান করতে পারবেন। কতৃপক্ষ অথবা বিশেষজ্ঞগন সেই উত্তর যাচাই বাছাই করে যদি দেখেন যে, প্রদর্শিত উত্তর অপেক্ষা অধিক তথ্যপূর্ণ উত্তর অপেক্ষামান, তাহলে পুর্বপ্রদর্শিত উত্তরটি লুকায়িতকরন করে আপনার উত্তরটি প্রদর্শন করা হবে। যেহেতু উত্তর প্রদানে মাত্র দুই পয়েন্ট তাই উত্তর প্রদান করে পয়েন্ট অর্জনকে উৎসাহিত করা হচ্ছেনা। আপনি যদি পুর্ব প্রদর্শিত উত্তরের কোন অংশে অতিরিক্ত কিছু বলতে চান তবে মন্তব্য করে বলুন। যদি সঠিক তথ্য হয় তবে ভোট পাবেন। আর ভোট পেলেই প্রতি ভোটে একটি পয়েন্ট অর্জন করবেন।

সকলেই উত্তর দিতে পারবেন যা যাচাইয়ের জন্য অপেক্ষামান থাকবে। বিশেষজ্ঞগণ সেগুলো দেখে সঠিক মনে করলে সেই উত্তর গ্রহন করা হবে এবং বেশি সংখ্যাক প্রশ্নের উত্তর তথ্যবহুল,ধারাবাহিক ও প্রশ্নের শর্তের ধরন অনুযায়ী দিলে তাকে জিজ্ঞাসা করা হবে তিনি ঐ বিভাগে বিশেষজ্ঞ হতে চান কিনা? চাইলে কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিশেষজ্ঞ পদে মর্যাদা দেয়া হতে পারে। অর্জিত পয়েন্ট বিশেষজ্ঞ হতে প্রভাব ফেলবেনা। আপনি কতগুলো উত্তর প্রদান করেছেন তাও আপনাকে বিশেষজ্ঞ হতে প্রভাব ফেলবেনা। আপনার মাত্র কিছু উত্তরই আপনাকে বিশেষজ্ঞ হতে সাহায্য করবে যদি উত্তরটি সঠিক, তথ্যবহুল হয়।

যেভাবে উত্তর প্রদান করবেন

১। উত্তর প্রদান করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এক্ষেত্রেও যদি বাক্যটি কোন মহামানবের কোটেশন হয় তবে তা গ্রহনযোগ্য এবং বাক্যটি ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। কতৃপক্ষ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।

২। যে প্রশ্ন সম্পর্কে আপনি ভাল জানেন, শুধু সেই প্রশ্নের জন্য উত্তর প্রদান করুন । এক কথায় উত্তর প্রদান করা যাবেনা অর্থাৎ অল্প কথায় উত্তর প্রদান করা যাবেনা। যে বিষয়ে প্রশ্ন, সেই বিষয়ের ভুমিকা সঙ্গা সহ গভেষণা মুলক বা আর্টিকেল মুলক বিষদভাবে উত্তর করতে হবে। অনেকটা "বাংলা দ্বিতীয় পত্রের রচনা" লেখার মত।

৩। মডেল প্রশ্নঃ কম্পিউটার কিভাবে কাজ করে? [(কম্পিউটার বাইনারী পদ্ধতিতে কাজ করে) এমন উত্তর করা যাবেনা]।

৪। মডেল উত্তরঃ শুধুমাত্র উত্তরের কাঠামো বলা হল- কম্পিউটার কিঃ, বিদ্যুৎ কিঃ, ট্রানজিস্টর যেভাবে সংকেত তৈরি করেঃ, অন্যন্য পার্টস যেভাবে বিদ্যুৎ মডিফিকেশন করেঃ নেটওয়ার্ক সিগনাল যেভাবে তথ্য বহন করেঃ, সকল যন্ত্রাংশের সংগঠন একত্রে কম্পিউটার কাজ যেভাবে কাজ করেঃ, উপসঙ্গহারঃ । এই হচ্ছে মোটামুটি সম্ভাব্য উত্তর প্রদানের ধারা। আপনাকে বুঝতে হবে আনুষঙ্গিক সকল বিষয় নিয়া বিশদ উত্তর হবে।

৫। তবে প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগটি শুধু স্কুল কলেজের বইয়ের প্রশ্ন বা পরীক্ষার প্রশ্ন হওয়ায় এই বিভাগে বড় ছোট যেকোন আকারে উত্তর প্রদান করা যাবে। এক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে আপনি গোল্ডেন এ+ পেতে চান তাহলে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পেতেন, সেই ভাবে উত্তর করতে হবে। এক কথায় গাইড বইতে যেভাবে থাকে সেইভাবে উত্তর লিখে দিতে হবে। নিজের মতামতের ব্যাখ্যা করা যাবেনা। শুধুমাত্র প্রশ্নের উত্তরটুকুই লিখতে হবে।

৬। ওয়েব থেকে তথ্য ব্যবহার করতে হলে হুবুহু কপি করা যাবেনা। তথ্যটি পড়ে আপনি যা শিখেছেন, সেটাই নিজ ভাষায় উপস্থাপন করতে হবে এবং রেফারেন্স হিসাবে তার লিংক ব্যবহার করতে হবে। তবে তথ্য ও লিংক উভয় নির্ভরযোগ্য সাইটের হতে হবে।

৭। আমাদের সাইটে ছবি আপলোড করতে উৎসাহিত করা হচ্ছেনা তবে গুগল ড্রাইভের মত ক্লাউড স্টোরেজ এ ছবি আপলোড করে তার লিংক উত্তরে ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে এবং গুরুত্বও দেয়া হবে। আবার এক্ষেত্রে কপিরাইটযুক্ত ছবি ব্যবহার করা যাবেনা। ছবি নিজের, অথবা নিজের কপিরাইট অথবা open licence এর আওতাভুক্ত ছবি অথবা কতৃপক্ষের যথাযথ অনুমতি সাপেক্ষে ছবি ব্যবহার করতে হবে। বড় সাইজের ছবির ক্ষেত্রে অবশ্যই ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন। (এই ধারাটি শর্তসাপেক্ষে যেকোন মুহুর্তে পরিবর্তনযোগ্য)।

৮। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, কারও ব্যক্তিগত বিষয়ের উপর পড়ে, এমন বাক্য কৌশলে ব্যবহার করা যাবেনা।

৯। দেশাত্বোবোধে আঘাত করে, আইনের পরিপন্থি, অন্যের অধিকারের উপর প্রশ্ন পড়ে এমন কোন প্রকার বাক্য উত্তরে ব্যবহার করা যাবেনা।

১০। কতৃপক্ষ সেন্সর করে আপনার যেকোন উত্তর মুছে ফেলতে পারেন অথবা সম্পাদনা করে যথাযথভাবে উপস্থাপনা করে প্রকাশ করতে পারেন।

392,495 টি প্রশ্ন

384,191 টি উত্তর

137 টি মন্তব্য

1,311 জন সদস্য

364 অ্যাক্টিভ ইউজার
0 সদস্য 364 অতিথি
আজ ভিজিট : 38305
গতকাল ভিজিট : 247553
সর্বমোট ভিজিট : 94654601
এখানে প্রকাশিত প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোনপ্রকার আইনি সমস্যা সবজানো.কম বহন করবে না৷
...