সঠিক উত্তর হচ্ছে: যুদ্ধকালীন বেসামরিক জনগণকে রক্ষার বিষয়
ব্যাখ্যা: চতুর্থ জেনেভা কনভেনশন হয় ১৯৪৯ সালের ২১ এপ্রিল থেকে ১২ আগষ্ট। এ কনভেনশন যুদ্ধের সময় বেসামরিক ব্যক্তিদের সংরক্ষণের বিধান রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে ১৯৫০ খ্রিষ্টাব্দ থেকে জেনেভা কনভেনশন কার্যকর হয়। জেনেভা কনভেনশনে ১৯৪৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৪টি সভা হয়। যুদ্ধক্ষেত্রে আহত, রোগাক্রান্ত সৈন্যদের জীবনের নিরাপত্তা এবং শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে প্রথম জেনেভা কনভেনশন (১৮৬৪) অনুষ্ঠিত হয়, সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, রোগাক্রান্ত সৈন্যদের জীবনের নিরাপত্তা এবং শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে ২য় জেনেভা সম্মেলন (১৯০৬) অনুষ্ঠিত হয় এবং যুদ্ধবন্দীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৩য় জেনেভা কনভেনশন(১৯২৯) অনুষ্ঠিত হয়।