সঠিক উত্তর হচ্ছে: ইস্তাম্বুল
ব্যাখ্যা: ১৩ মে ২০১১ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জাতিসংঘের চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক দরিদ্রতা, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের কাঠামোগত দুর্বলতার উপর ভিত্তি করে কিছু দেশকে LDC নামক শ্রেণীতে অন্তর্ভূক্ত করে। এই LDC দেশসমুহের প্রথম সম্মেলন ১৯৮১ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টিও প্যারিসে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। তৃতীয় সম্মেলন ২০০১ সালে বেলজিয়ামের ব্রাসেলসে অনিষ্ঠিত হয়। চতুর্থ LDC সম্মেলনে মূলত ২০০১ সালের সম্মেলনে গৃহীত বিভিন্ন কর্মসুচির অগ্রগতি এবং LDC অন্তর্ভূক্ত দেশসমূহের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে LDC ভুক্ত দেশ ৪৮ টি।\n\n[তথ্যসূত্রঃ বিবিসি]