সঠিক উত্তর হচ্ছে: 120960
ব্যাখ্যা: ? MATHEMATICS শব্দটিতে মোট বর্ণের সংখ্যা 11টি।
\n? MATHEMATICS শব্দটিতে স্বরবর্ণ রয়েছে 4টি (A, E, A, I)।
\n? 4টি (A, E, A, I) স্বরবর্ণকে 1টি বর্ণ ধরলে মোট বর্ণের সংখ্যা হয় 8টি। যার মধ্যে 2টি M এবং 2টি T রয়েছে।
\n? সুতরাং এই 8টি বর্ণকে সাজানোর উপায় = $$\\frac{8!}{2!2!}$$ = 10080
\n? আবার 4টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায়, যার মধ্যে 2টি A আছে = 4!/2! = 12 উপায়ে
\n∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানোর উপায় = 10080 × 12 = 120960 (উত্তর)