নিচের অপশন গুলা দেখুন
- তাসের দেশ
- চণ্ডালিকা
- রক্ত কবরী
- ডাকঘর
নৃত্যনাট্যের মূল বৈশিষ্ট্য হলো গীতিনির্ভর নাট্যধর্মী নৃত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য হলো \'চণ্ডালিকা\' (১৯৩৩)। এ নাটকের মূল চরিত্র ‘প্রকৃতি\' একজন চণ্ডালি কন্যা। সে কীভাবে তার মায়ের সাহায্যে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভিত করেছিল। সেই কাহিনীই এর মূল বিষয়। তাসের দেশ\', \'রক্তকবরী\' ও \'ডাকঘর\' রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক বা সাংকেতিক নাটক