সঠিক উত্তর হচ্ছে: রক্ত করবী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক- রক্তকরবী। এটি একটি সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ করা হয়েছিল \"যক্ষপুরী \"। ১৩৩১ সনের আশ্বিন মাসে প্রবাসীতে যখন প্রকাশিত হয় তখন এর নামকরণ করা হয় \" রক্তকরবী \"।