সঠিক উত্তর হচ্ছে: xy > 0
ব্যাখ্যা: এখানে xyz < 0 বলতে বোঝায় যে, x, y ও z এর গুণফল হল xyz, যা 0 এর থেকে ছোট তাই এটি ঋণাত্মক। \r\n\r\nআবার যেহেতু z < 0 অর্থাৎ z এর মান 0 এর থেকে ছোট বা ঋণাত্মক তাহলে xy ও z এর গুণফলটি তখনি ঋণাত্মক হবে যখন xy এর মান ধনাত্মক হবে। তা না হলে দুটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে xyz ধনাত্মক হয়ে যাবে যা 0 এর থেকে বড় হলে ভুল হবে। [যেহেতু (+) × (-) = (-) এবং (-) × (-) = (+) সুতরাং xy > 0 হবে।]