ব্যাখ্যা: ফুল, হাফ, হেড, সাব হলো ইংরেজি উপসর্গ । ফুলবাবু শব্দ \'ফুল\' ইংরেজি উপসর্গটি পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে । সংস্কৃত \'অপ\' ও বাংলা \'রাম\' উপসর্গযোগে যথাক্রমে অপমৃত্যু ও রামদা শব্দটি গঠিত হয়েছে ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।