নিচের অপশন গুলা দেখুন
- বেমালুম
- গরমিল
- অজানা
- আভাস
খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়: খাঁটি বাংলা উপসর্গ(২১টি) >>মনে রেখো, বাঙালিরা বেশি খায় তাই ২১ টি। কেননা তত্সম উপসর্গ ২০টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। \"আড়\"চোখে \"রাম\", \"অজ\"মূর্খ \"অঘা\"রাম| \"হা\"ভাতে \"পাতি\"হাঁস, \"নি\"খুত \"ইতি\"হাস| \"কদা\"কারে \"ঊ\"নিশ, \"স\"ঠিকে \"বি\"শ| \"অনা\"চারে \"কু\"নজর, \"অ\"পয়াকে \"সু\"নজর| \"আব\"ছায়ায় \"আন\"চা \"ভর\"পেটে \"সা\"বধান| \"আ\"গাছাকে \"বি\"নাশ, \"কু\"শাসনে \"স\"র্বনাশ|. বাংলা উপসর্গঃ অ , অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি =২১ টি