সঠিক উত্তর হচ্ছে: আকাঙক্ষা
ব্যাখ্যা: ব্যাখ্যা: আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন- \'চন্দ্র পৃথিবীর চারিদিকে\' বলতে বাক্যটি সম্পূর্ণ মনোভাব বিজ্ঞাপিত করে না। আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়ঃ চন্দ্র পৃথিবীর চারদিক ঘোরে।