কারক (কৃ+ণ্ব) শব্দটির অর্থ যা ক্রিয়া\r\n\r\nসম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। যেমন: জলে কুমির থাকে = অধিকরণে সপ্তমী। প্রদত্ত উদাহরণে ‘থাকা’ ক্রিয়ার সাথে \'জল\' ও \'কুমির\'\r\n\r\nপদের সম্পর্ক বিদ্যমান।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।