সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রুপ করে ১৯৫৮ সালে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় লেখেন \'হাতির শুঁড়\' নামক কবিতা। বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন কারাগারে তখন তাকে উদ্দেশ্য করে লেখেন অসাধারণ কবিতা \'টেলেমেকাস\' (১৯৬৬ বা ১৯৬৭ সালে)।