সঠিক উত্তর হচ্ছে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: \' দেবদাস\' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত- উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- বড়দিদি, বিরাজ বৌ, পন্ডিতমশাই, পরিনীতা, চন্দ্রনাথ, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ বামুনের মেয়ে, দেনা পাওনা, নব-বিধান, পথের দাবী, শেষ প্রশ্ন, শুভদা, বিপ্রদাস, নিষ্কৃতি, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া, শেষের পরিচয় ইত্যাদি।