সঠিক উত্তর হচ্ছে: উচ্চারণের সুবিধা
ব্যাখ্যা: সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। এগুলো হলো ১) সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা)এবং ২) সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র