সঠিক উত্তর হচ্ছে: উচ্চারণের সুবিধা
ব্যাখ্যা: সন্ধি সম্পর্কে তথ্য______________
\n? পাশিপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। [সোনালী ব্যাংক অফিসার: ১৮; বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ০১]
\n? দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকেই সন্ধি বলা হয়। যেমন- আশা + অতীত = আশাতীত। হিম + আলয় = হিমালয়।
\n? বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না। [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ১১]
\n? সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। [তথ্য অফিসার: ০৫; প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪] সন্ধির মিলন কয়েক রকম হতে পারে-
\n ? ধ্বনির মিলন বা রূপান্তর
\n ? ধ্বনি-লোপ
\n ? ধ্বনি বিকৃতি বা বদল বা পরিবর্তন