সঠিক উত্তর হচ্ছে: ৮১৬০০০
ব্যাখ্যা: ১৭ টি ব্যঞ্জনবর্ণ থেকে ৩ টি ব্যঞ্জনবর্ণ নিয়ে বাছাই করার
উপায়, ১৭C৩ এবং ৫ টি স্বরবর্ণ থেকে ২টি স্বরবর্ণ নিয়ে বাছাই করার উপায়,
৫C২।
\nএকত্রে বাছাই করার
উপায়, ১৭C৩×৫C২।
আবার, ঐ ৫ টি অক্ষরকে তাদের নিজেদের মধ্যে ৫C৫ বা ৫! উপায়ে সাজানো যায়।
\nসুতরাং মোট শব্দ সংখ্যা ১৭C৩×৫C২×৫C৫ = ((১৭×১৬×১৫)/(৩×২×১)) × ((৫×৪)/(২×১)) × (৫×৪×৩×২×১) = ৮১৬০০০