সঠিক উত্তর হচ্ছে: বাক্ + আড়ম্বর
ব্যাখ্যা: এটি একটি ব্যঞ্জনে-স্বরে সন্ধির (ব্যঞ্জন সন্ধি) উদাহরণ। যদি কোন সন্ধির পূর্বপদে শেষে বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি (ক/চ/ট/ত/প) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি হয় তাহলে ব্যঞ্জনধ্বনিটি ঐ বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন-
\n ? বাক্ (শেষ বর্ণ বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি) + আড়ম্বর (পরপদের শুরুর ‘আ’ একটি ব্যঞ্জনধ্বনি) = বাগাড়ম্বর।
\n ? দিক্ + অন্ত = দিগন্ত,
\n ? সুপ্ + অন্ত = সুবন্ত,
\n ? ণিচ্ + অন্ত = ণিজন্ত।
\n? [শর্টকাট : ক/চ/ট/ত/প + স্বরধ্বনি = গ/জ/ড/দ/ব]