সঠিক উত্তর হচ্ছে: দ্বারা
ব্যাখ্যা: \' দ্বারা\' হচ্ছে অনুসর্গ। বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো স্বাধীন পথে রূপে, আবার কখনো শব্দ বিভক্তির মত বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ্যে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে। যেমন: বিনে, সনে, দ্বারা, দিয়া, কর্তৃক, তরে, অপেক্ষা ইত্যাদি।\n\nঅভি উপ সম (সংস্কৃত/ তৎসম ) উপসর্গ। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : বাংলা, তৎসম ( সংস্কৃত ) ও বিদেশি উপসর্গ।