সঠিক উত্তর হচ্ছে: আজি> আইজ
ব্যাখ্যা: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমনঃ আজি> আইজ, সাধু> সাউধ \nশব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করার প্রক্রিয়াকে সমীভবন বলে। যেমন - জন্ম> জম্ম, কাঁদনা>কান্না\nশব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমনঃ ডেস্ক> ডেক্স, পিশাচ> পিচাশ\nদ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমনঃ আলাবু> লাবু>লাউ , সুবর্ণ> স্বর্ণ,আজি> আজ