নিচের অপশন গুলা দেখুন
- ডেস্ক > ডেসক
- আজি > আইজ
- জন্ম > জম্ম
- অলাবু > লাবু > লাউ
শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত \'ই\' বা \'উ\' উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিতি বা Epenthesis বলে। যেমনঃ আজি (aji) > আইজ (aij); সাধু >সাউধ; রাখিয়া > রাইখ্যা; বাক্য > বাইক্য; সত্য > সইত্য; চারি > চাইর ইত্যাদি।