স্বল্প দূরত্বে ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রটোকল হচ্ছে ব্লুটুথ। ওয়্যারলেস প্রযুক্তিতে যোগাযোগের জন্য ব্লুটুথ একটি উল্লেখযোগ্য মাধ্যম। ব্লুটুথের কার্যকর পরিসর হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15.1; এটি বর্তমানকালে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মোবাইলে। এ ছাড়া ডেক্সটপ, ল্যাপটপ, পিডিএ, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার, হ্যাডফোন বিভিন্ন ক্ষেত্রেই এর ব্যবহার বিদ্যমান।
১৯৯০ দশকের প্রথম দিকে RS-232 ডাটা কেবলের বিকল্প হিসেবে ব্লুটুথ টেকনোলজি উদ্ভাবন হলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় ১৯৯৮ সালের ৭ মে। সেদিন কিছু গ্রুপ অব কম্পানি একসঙ্গে ব্লটুথ টেকনোলজি নিয়ে কাজ করতে সম্মত হয়। পরবর্তী সময়ে এই কম্পানিগুলোই Bluetooth Special Interest Group (SIG) নামের একটি সংগঠন গড়ে তোলে, যার লক্ষ্য ছিল ব্লুটুথ টেকনোলজি নিয়ে কাজ করা। ব্লুটুথের নামকরণ হয় দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নামানুসারে।