4Rহল—(i) Reduction-বর্জ্য ব্যবস্থাপনার প্রথম স্তম্ভ হলাে বর্জ্যের পরিমাণকে হ্রাস করা। (ii) Waste Recycling-ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযােগী করে তােলাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। (iii) Reuse-কোনাে পরিবর্তন ছাড়াই বর্জ্য পদার্থের ব্যবহার করা হলে তাকে পুনর্ব্যবহার বলে। (iv) Rot- কম্পােস্টিং প্রক্রিয়ার মাধ্যমে জৈব বর্জকে জৈব সারে পরিণত করে কৃষিকাজে ব্যবহার করার প্রক্রিয়া।