এই পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ুদূষণকারী পদার্থ ও গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপন্মুক্ত করা হয়। এটি দু’ প্রকার—(i) শুদ্ধ স্ক্রাবার ব্যবহার করা হয় নির্গত ধোঁয়া থেকে অন্নদূর করার জন্য। এবং (ii) আর্দ্র স্ক্রাবার ব্যবহার করা হয় দূষণকারী গ্যাস, দূষণ কণা দূর করার জন্য।