অন্যান্য মালভূমির মতাে পামীরেরও উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশের ঢাল খাড়া । পামীরের পরিচয় শুধু মালভূমি হিসাবেই নয় , এটি ‘পৃথিবীর সর্বোচ্চ মালভূমি’ । এর গড় উচ্চতা প্রায় ৪,৮০০ মিটার । এজন্যই পামীরকে ‘পৃথিবীর ছাদ’ বলে ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।