আইনের যথাবিহিত পদ্ধতি ‘ – র বিষয়টি ‘ বিচারবিভাগীয় সমীক্ষা ‘ – র প্রকৃতি বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য দিক । মার্কিন সুপ্রিম কোর্টে এই পদ্ধতি অনুসৃত হয় । উক্ত পদ্ধতি অনুযায়ী , সুপ্রিম কোর্ট আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে প্রণীত হয়েছে কি না তা খতিয়ে দেখে এবং তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করেছে কি না তা – ও বিচার করে । উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই ।