একটি শব্দের আগে উপসর্গ এবং পরে প্রত্যয় বসে। এছাড়া আরেকটি বিশেষ পার্থক্য হল- উপসর্গ যোগে শব্দের পদের কোন পরিবর্তন হয় না(সাধু - অসাধু উভয়ই বিশেষণ) কিন্তু প্রত্যয়যোগ করলে পদের পরিবর্তন হয় যেমন সাধু(বিশেষণ) এবং সাধুতা(বিশেষ্য)
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।