১. অপটিক্যাল ফাইবারের সুবিধা হলো উচ্চ ব্যান্ডউইডথ।এ ক্যাবলের মধ্য দিয়ে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা স্থানান্তর করতে পারে।
২. এতে আলোকের পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে পৌঁছায়।
৩. বাইরের অন্যান্য সিগনালের ইন্টাফেয়ারেন্স নেই বললেই চলে।