সহবাস করার উপকারিতা কি জানতে চাই ?
Easyanswer ।। বিশাল প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা ওয়েবসাইট
আমাদের সবারই একটা ধারনা আছে যে সহবাস করলে মনের শান্তি হয়। এই জন্য মানুষ সহবাস করে থাকে। আর একটা ধারনা আছে যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সহবাস করে। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না যে একটা সময় পরে জেয়ে সহবাস করাটা আসলে শরীরের জন্য উপকারী বটে। তো চলুন জেনে আসা যাক
সহবাস করার উপকারিতা সম্পর্কেঃ-
১। যেহেতু যৌনমিলন একটা শ্রমসাধ্য বিষয় , তাই এটা করার ফলে পুরুষ এর হার্ট ভাল থাকে।
২। এটা করার জন্য যেহেতু একটু পরিশ্রম করা লাগে তাই এটা একটা ব্যায়াম হিসেবে কাজ করে। যার ফলে মাজা এবং কোমর ভালো থাকে। এবং ব্যাথা দূর করতেও সাহায্য করে থাকে এটা।
এডঃ আমার একটা প্রস্ন-উত্তর ওয়েবসাইট আছে, সময় হলে একটু ঘুরে আসতে পারেন। Easyanswer ।। বিশাল প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা ওয়েবসাই
৩। সহবাস করার সময় আমাদের দেহে অনেক ধরনের হরমন নিঃসৃত হয়ে থাকে যেটা আমাদের দেহের ব্যাথা দূর করতে সাহায্য করে থাকে।
৪ । নিয়মিত সহবাস এর ফলে দেহের আন্টিবডি বৃদ্ধি পায়। যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
Visit : Easyanswer
৫। যৌনমিলন দেহের ক্লান্তি ( বিস্তারিত পড়ুন...)