আমেরিকায় ৯/১১-এর জঙ্গি হানার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে দুষ্টচক্রের অক্ষশক্তি বা 'Axis of Evil' আখ্যা দিয়েছিল। ২০০৩ সালের ৭ই এপ্রিল মার্কিন ও ব্রিটিশ বাহিনী বাগদাদ ও বসরায় ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের প্রাসাদ দখল করে। ২০০৩ সালের ১৩ই ডিসেম্বর আত্মগোপন করে থাকা ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে তিরকিত থেকে গ্রেপ্তার করেছিল মার্কিন সেনারা। রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন ক্ষমতাচ্যুত হয়েছিলেন।