২০০৬ সালের মে মাসে বিশ্ব প্রত্যক্ষ করল নতুন ঠান্ডা যুদ্ধ। তবে এবার যুদ্ধাস্ত্র হিসাবে পারমাণবিক বা অন্যান্য অস্ত্রশস্ত্রের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে বাক্যবাণ। এই যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন উপরাষ্ট্রপতি ডিক চেনি। তাঁর অভিযোগ ছিল, "রাশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকার বিপন্ন।" রুশ সংসদে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নাম না করে যুক্তরাষ্ট্রকে তুলনা করলেন, 'কারও কথা না শোনা নেকড়ে-বাঘ' এর সঙ্গে। স্বাভাবিক কারণেই চেনি-পুতিন দ্বৈরথকে নতুন ঠান্ডা লড়াইয়ের সূচনা বলে মনে করা হয়েছিল।