সঠিক উত্তর হচ্ছে: Adjective
ব্যাখ্যা: যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে। অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে তাহলে সেটি Adjective clause হবে। এখানে boy হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে। Adjective clause এর অপর নাম Relative clause।