নিচের অপশন গুলা দেখুন
- verb
- noun
- adjective
- adverb
বাক্যে অবস্থিত কোনো verb কে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে শব্দকে উত্তর হিসেবে পাওয়া যায় তাই হলো Adverb. সাধারণত Get, Go, Stay, Walk প্রভৃতি verb এরপর Home থাকলে তা কোনো স্থানকে নির্দেশ করে বলে তা Adverb. বাক্যের অর্থঃ চলে এসো, এখন বাড়ি যাবার সময় হয়েছে।