1. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
=> রাজা রামমোহন রায়কে ।
2. কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
=> উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
3. ভারত ছাড় আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
=> মহাত্মা গান্ধী ।( জেনে রাখো 1942 সালে)
4. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ?
=> অবসর।
5. কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ?
=> 1885 সালে।
6. অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে ?
=> মহাত্মা গান্ধী।
7. নিখিল ভারত মুসলিম লীগ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
=> নবাব সালিমুল্লাহর উদ্যোগে ।
8. কত সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
=> 1906 সালে।
9. বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
=> এ.কে. ফজলুল হক।
10. কত সালে জালিয়ানওয়ালাবাদ হত্যাকান্ড সংগঠিত হয় ?
=> 1919 সালে।
11. ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
=> সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
12. কত সালে ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় ?
=> 1926 সালে।
13. স্বরোজ দলের নেতা কে ছিলেন ?
=> চিত্তরঞ্জন দাস ।