ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে বস্ত্র শিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বৃদ্ধি পায়। তখন ভারতে ব্রিটিশদের রাজত্ব ছিল। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ভারতের বাংলা চাষিদের নীল চাষের জন্য বিঘা প্রতি 2 টাকা অগ্রিম বা দাদন দেওয়া হত। নীল চাষের জন্য কৃষিদেরকে দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ দেওয়ার প্রথা দাদন প্রথা নামে পরিচিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।