ইন্টারনেট বা internet কাকে বলে কত প্রকার ও কি কি?
ইন্টারনেটের বাংলা অর্থ হল অন্তর্জাল। অর্থাৎ ইন্টারনেট (internet) হল পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। যার মাধ্যমে এক বা ততোধিক কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়ে তর্থ বা ইনফরমেশন শেয়ার করতে পারে।
ইন্টারনেট সংযোগ কয় প্রকার ও কি কি?
ইন্টারনেট সংযোগ দুই প্রকার। যথা -
১. অনলাইন (Online)
২. অফলাইন (Offline)