নিচের অপশন গুলা দেখুন
- Uttara Bank limited
- National Bank limited
- Standard Bank limited
- Ab Bank limited
আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড (এবি ব্যাংক) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক, যা ১৯৮২ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। ১১ মে, ১৯৯৯ সালে স্টান্ডার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়; উত্তরা ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২৭ জুন, ১৯৬৫ সালে।