বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুইভাগে ভাগ করা যায় । যথা – প্রাকৃতিক ও কৃত্রিম । প্রাকৃতিক বাস্তুতন্ত্র হল দুই প্রকার । যথা – স্থলজ ও জলজ । স্থলজ বাস্তুতন্ত্রকে আবার তিনভাগে ভাগ করা যায় । যথা – বনভূমি , তৃণভূমি ও মরুভূমি । জলজ বাস্তুতন্ত্রকে মিষ্টিজল ও খরজল , এই দুই । ভাগে ভাগ করা যায় । কৃত্রিম বাস্তুতন্ত্র দুইভাগে বিভক্ত । যথা – ফসল উৎপাদনকারী শস্যভূমি ও মহাকাশ ।