নিচের অপশন গুলা দেখুন
- adverb phrase
- noun phrase
- prepositional phrase
- adjective phrase
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটি অর্থাৎ at the top of অংশটি prepositional phrase।
কিন্তু লক্ষ্যনীয় যে, যদি at the top of his voice অংশটি আন্ডারলাইন করা থাকত তাহলে এটি adverb phrase হত।
কারণ তখন এটি how-এর উত্তর দিত। অর্থাৎ, কীভাবে সে কাজ করল তার উত্তর at the top of his voice অংশটিতে পাওয়া যেত।
কিন্তু এখানে শুধু at the top of অংশটুকু আন্ডারলাইন করা আছে এবং এটি his voice- অংশটার সাথে পূর্ববর্তী অংশকে যুক্ত করেছে।
সুতরাং বলা যায়, prepositional phraseগুলো তাদের object সহ প্রকৃতপক্ষে adverbial phrase-এর কাজ করে।