NOTE: FRIENDS যদি তুমি এর আগেও আমার কোনো ARTICLE পড়েছ ,তাহলে ((...)) এর মধ্যে থাকা লেখাটি পড়ার কোনো প্রয়োজন নেয়।
HEADING থেকে পড়া শুরু করো।
(( Friends ,আজ তুমি এই article এ ক্লিক করেছ ,তার মানে এইটাই বোঝায় যে তুমি আজ ইংরেজি শিক্ষতে আগ্রহী ।কিন্তু বিভিন্ন কারণে তুমি এই ইংরেজি শিখতে পারছ না ।Friends আমি অপু ,তোমাদেরকে বলতে পারি যে আমার এই article গুলি তুমি যদি follow করো তাহলে ইংরেজি শিখা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না।তোমরা যাতে সবাই ইংরেজি শিখতে পারো তার জন্য আমি সাধারণ ভাষায় এবং সম্পূর্ণ basic থেকে article লিখতে শুরু করেছি ।কারণ ইংরেজি বিষয়ে জ্ঞান থাকে কতটা দরকার আশা করি তোমরা সবাই জানো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই কিছুটা হলেও ইংরেজি জানো ।কিন্তু তার মানে এইটা নয় যে তোমাকে basic থেকে শুরু করার দরকার নেই।তুমি যদি advance পযন্ত ইংরেজি শিখতে চাও তাহলে আমার অনুরোধ তুমি basic থেকে শুরু করো।
Friends আর একটি অনুরোধ,এই article টি সম্পূর্ণ পড় এবং যদি উপকার হয় তাহলে SUBSCRIBE করে রাখো,যাতে যখনই আমি কোনো article post করি সঙ্গেসঙ্গেই তোমরা notification পেয়ে যাও। ))
NOUN
Noun বা বিশেষ্য কী ?
যে word দ্বারা ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, কোন কিছুর সমষ্টি, বা গুণের নাম বোঝায় তাকে Noun বা বিশেষ্য বলে ।
Noun এর প্রকারভেদ:
Noun কে 5 ভাগে ভাগ করা হয় ।যথা :
1>Proper Noun বা বিশেষ নাম
2>Common Noun বা জাতিবাচক নাম
3>Collective Noun বা সমষ্টিবাচক নাম
4>Material Noun বা বস্তুবাচক নাম
5>Abstract Noun বা গুণবাচক নাম
Proper Noun বা বিশেষ নাম: কোন একটি বিশেষ ব্যাক্তি ,বস্ত বা স্থানের নাম যে word দ্বারা বোঝায় তাকে Proper Noun বা বিশেষ নাম বলে l
যেমন: Sunil is a intelligent boy.
Common Noun বা জাতিবাচক নাম : যে word দ্বারা কোন একটি জাতিবাচক সাধারন নামকে বোঝায় তাকে Common Noun বলে l
যেমন:Rita is a poor girl.
Collective Noun বা সমষ্টিবাচক নাম : যে word দ্বারা সমজাতীয় কিছু ব্যাক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায় সেই Noun -কে Collective Noun বা সমষ্টিবাচক নাম বলে l
যেমন: The army is formed with discipline.
Material Noun বা বস্তুবাচক নাম: যে word দ্বারা কোন পদার্থ বা বস্তুর নামকে বোঝায় সেই word বা Noun কে Material Noun বা বস্তুবাচক নাম বলে l
যেমন: This chair is made of wood .
Abstract Noun বা গুণবাচক নাম : যে word দ্বারা কোন কিছুর গুন, কাজ বা অবস্থাকে বোঝায় তাকে Abstract Noun বলে l
যেমন: Honesty is the best policy.
NOTE: এছাড়াও NOUN কে দুটি ভাগে বিভক্ত করা হয়:
1> Countable Noun2>UnCountable Noun
Countable Noun : যে Noun কে Count করা যায় অথচ গোনা যায় ।
যেমন: phone,bag etc.
UnCountable Noun : যে Noun গোনা যায় না অথচ Count করা যায় না।
যেমন: salt ,sugar etc.