সঠিক উত্তর হচ্ছে: 32.0
ব্যাখ্যা: IPv4 চারটি Dotted decimal notation এ ভাগ করে থাকে। একটু খেয়াল করে দেখুন নিচের IPv4 example IP টি । ১৯২.১৬৮.২৩৯.১ এটি একটি IPv4 IP number এর উদাহরণ বা আপনার কম্পিউটারের একটি ডিফল্ট IP Number আছে তা হলো ১২৭.০.০.১ । একটু খেয়াল করে দেখুন কম্পিউটার কিন্তু শুধু মাত্র বাইনারীতেই পড়তে পারে। কিন্তু এখানে Decimal Number এ আছে । আসলে IP Number টি Decimal এ থাকলেও আপনার কম্পিউটার কিন্তু এটাকে বাইনারীতেই পড়তেছে ।
চারটি ভাগে ভাগ করেছে IPv4 Address টাকে । আর প্রতিটি Decimal সংখ্যাটিকে Binary তে রূপান্তর করলে ৮ বিট করে আমরা পাই । অর্থাৎ ৮ বিট = ১ বাইট হয় ।