সঠিক উত্তর হচ্ছে: ২
ব্যাখ্যা: বিশ্বে ৪০ প্রজাতির হরিণ রয়েছে। বাংলাদেশে কয়েক দশক আগেও ৫ প্রজাতির হরিণের অস্তিত্ব টিকেছিল। এগুলো হচ্ছে : পারা হরিণ, বারো শিঙা হরিণ, সাম্বার হরিণ, মায়া হরিণ ও চিত্রা হরিণ। এর মধ্যে পারা হরিণ ও বারো শিঙা হরিণ এই দুই প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট ৩ প্রজাতির মধ্যে সাম্বার হরিণ ও মায়া হরিণ বিলুপ্তির মুখে রয়েছে। শোনা যায়, এ দুই প্রজাতি হরিণ এখনো সিলেট, চট্টগ্রাম ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু দেখতে পাওয়া যায়। তবে চিত্রা হরিণ সুন্দরবনে এখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে।