পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি কেন্দ্রবহিমুখী শক্তির প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সোজাসুজি উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে না গিয়ে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় । ফরাসী পদার্থবিদ কোরিওলিস আবিষ্কৃত এই আবর্তনজনিত বলকে কোরিওলিস বল বলে ।