সঠিক উত্তর হচ্ছে: প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
ব্যাখ্যা: সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন- 'সামান্য অনুষ্ঠানের জন্য বেশি লোক লাগানো ঠিক হবে না—শেষে অধিক সন্ন্যাসীতে গাছ নষ্ট হবে।'— বাক্যটিতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
সঠিক বাক্য- 'সামান্য অনুষ্ঠানের জন্য বেশি লোক লাগানো ঠিক হবে না—শেষে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে।'
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।