সঠিক উত্তর হচ্ছে: F12
ব্যাখ্যা: মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যাবে। আর ল্যাপটপে In + F12 চাপতে হয়। উল্লেখ্য, F5 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে Find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়া যে কোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে চাইলে F6 কি ব্যবহার করা হয়। কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য F9 কাজে লাগে।