সঠিক উত্তর হচ্ছে: দৌলত উজীর বাহরাম
ব্যাখ্যা: দৌলত উজীর বাহরাম খান মধ্যযুগের কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ \'লায়লী মজনু\'। এছাড়াও \'জঙ্গনামা’ তার বিখ্যাত কাব্যগ্রন্থ। \'পদ্মাবতী\' রচনা করেন মধ্যযুগের কবি আলাওল। \'ইউসুফ জোলেখা\' রচনা করেন মধ্যযুগের কবি আবদুল হাকিম। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।