সঠিক উত্তর হচ্ছে: রজকী
ব্যাখ্যা: পুরুষবাচক ‘রজক\' থেকে স্ত্রীবাচক ‘রজকী\' এসেছে।\n\n\nনিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সপত্নী, সধবা, সত্য, ডাইনি, অর্ধাঙ্গিনী, বাইজী, কুলটা, এয়াে, দাই, বিধবা, অসূর্যস্পর্শ অরক্ষণীয়া, কলঙ্কিনী, পেত্নী, শাকচুন্নি, অপ্সরা, পরী ইত্যাদি ।