সঠিক উত্তর হচ্ছে: বিজয়
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং বা বিজয়। এর উচ্চতা ১২৮০ মিটার। এবং ২য় সর্বোচ্চ চূড়া কেওকারাডং এর উচ্চতা ১২৩০ মিটার। দুটো চূড়াই বান্দরবানে অবস্থিত।\nআবার, ওয়ার্লড এটলাস এর মতে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম সাকা হাফং (3,451 feet) এবং ২য় সর্বোচ্চ চূড়া যোতলং (3,353 feet)\nকিন্তু বিজয়কে সরকারি ভাবে সর্বোচ্চ ধরা হয়। সাকা হাফং আন অফিসিয়াল\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ৯ম ১০ম শ্রেনী এবং ওয়ার্লড এটলাস]