সঠিক উত্তর হচ্ছে: বিদেশি
ব্যাখ্যা: বহুল ব্যবহৃত বিদেশী শব্দঃ\nআরবিঃ অজুহাত, অন্দর, আক্কেল, কবুল, আদালত, তুফান ইত্যাদি।\nপর্তুগিজঃ সাবান আনারস, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্পাত, কাবাব, কামরা, গুদাম, চাবি, টুপি ইত্যাদি।\nফরাসিঃ কার্তুজ, কুপন, ক্যাফে, বুর্জোয়া, রেস্তোরাঁ ইত্যাদি।\nফারসিঃ আইন, নামাজ, আচার, আজাদ, আতশবাজি, আদমশুমারি, আন্দাজ ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, ড. হায়াৎ মামুদ]