সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১): লেখক, বাগ্মী এবং কৃষক নেতা। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।তার কাব্য গ্রন্থগুলি হচ্ছেঃ অনল প্রবাহ (১৯০০), আকাঙ্ক্ষা (১৯০৬),উচ্ছ্বাস (১৯০৭), উদ্বোধন (১৯০৭) [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]